চাঁদের শহরে আজ এলোমেলো-মেঘের
উচ্ছ্বাস নেই! উৎসব নেই জোনাকির।
এই শহরে চাঁদের উঁকিঝুঁকি
দীপ্ত নিয়ন আলোয় মিলিয়ে যায়
নবদীপ্ত কোলাহলে! এক টুকরো
মেঘের ছায়া পরেনা, কোথাও নেই
জোনাকির মেলা।কোথাও নেই।
অথচ জোছনা-মেঘ-জোনাকির
মেলবন্ধন প্রকৃতি ছুঁয়ে যায়।
দূরের কোন গাছের ডালে লক্ষি পেঁচা
রাত জাগা কণ্ঠে ডাকেনা, ডানা ঝাঁপটায়’না।
শহরে’ শহরে ট্রানজিট
দেয়ালে’ দেয়ালে সন্ধি
মানবতা আজ রুঢ় কঙ্কাল
চাঁদের শহরে আজ আলো নেই।