ইট কংক্রিট এই নগরে
কোথায়ও ছায়া নেই!
প্রাচীরের দেয়ালে
উর্বরতা নেই!


পিচঢালা পথে
সবুজের হাতছানি নেই!


সূর্যোদয়ে
পাখির কিচির-মিচির নেই!
পূর্বালী বাতাশ নেই!


শূন্যের দিকে চেয়ে চেয়ে
কত দিন কেটে যায়
রাতের চন্দ্রালোকে


মেঘের আড়ালে চাঁদ
নক্ষত্রের লুকাচুরি
হিসাবের খাতা খুলে।


যাপিত জীবন
কেটে যায়
নিয়তির নিয়মে।