একুশ তুমি ভাইরাল কাঁচা বাদামের খোসা,
একুশ তুমি পরিমণির মদের খানা তোশা।
একুশ তুমি আরিফিন শুভর মিশন এক্সট্রিম..!
একুশ তুমি শীতের সেই এক টুকরো কিউট ক্রিম।
একুশ তুমি দিন দ্যা ডে চলচ্চিত্রের বিকৃত চেহারা,
একুশ তুমি মুশফিকের ভাঙা আয়নার খোয়ারা।


একুশ তোমাতে করোনার ভয়াবহ রুপ,
একুশ তুমি বোবার মত ছিলে যে নিশ্চুপ।
একুশ তুমি ক্রিকেটের এক কলঙ্কের দাগ,
একুশ তুমি আজ ধূসরে মিলিয়ে যাক।


একুশ তুমি কাঙ্ক্ষিত ক্যাঙ্গারুর বিশ্বজয়ের তীক্ষ্ণ ধার,
একুশ তুমি অনাকাঙ্ক্ষিত মিরপুরের কিউইদের হার।


একুশ তুমি প্রহরে প্রহরে সমালোচনার ঝড়,
একুশ তুমি বাকরুদ্ধ নেতার উচ্চ কণ্ঠস্বর!
একুশ তুমি পরিক্ষার ফলাফলে করেছো দিশেহারা,
একুশ তুমি  ক্লান্তি আর বৈচিত্র জীবনের গ্রীষ্মের খরা।
একুশ তুমি মুরাদের অপকর্মের ধিক্কার,
একুশ তুমি হিরো আলমের গান নামক উদ্ভট সে চিৎকার।


একুশের পানে থাকবো না আর চেয়ে,
যতই আসুক বাধা আসুক না ঝড় ধেয়ে।


মুছে যাক ঝরা মুছে যাক পুরোনো সব হৃদয় নিগড়ানি,
মুছে যাক স্মৃতী মুছে যাক সব স্পর্শ কাতরানো গ্লানি!
একুশ  আজ বিদায় তোমাকে তোমারই আপনা বাড়ি,
যানো আলহামদুলিল্লাহ বলিয়া নতুন বাছর ও কাটিয়ে দিতে পারি!