তোমার ছোট্ট মনে যদি একটু জায়গা পাই,
স্বপ্নের ভাঁজে ভাঁজে কত গল্প সাজাই।
ভিষণ ভয় লাগে, তোমাকে হারাবার,
তেমাকে পেতে যুদ্ধ হলে আমি সেই যুদ্ধে ঝাঁপিয়ে পড়বো বারংবার।


জানো, কালকে না স্বপ্ন দেখেছি তুমি গল্প শুনাচ্ছ আমায়।
গায়ের চাদরে চোখের পানি কান্না কে যে থামায়।


জানো কত গল্প এখনো সমাপ্তির ছোয়া পায়নি,
কত শত পুরনো  দিন, আমার স্মৃতি থেকে হারায়নি।
দেখা  এ স্বপ্ন  যদি মিথ্যে হয়,
তাহলে তা মন্দ নয়,
সব স্বপ্ন সত্যি হলে মূল্যহীন তবে জয়-পরাজয়।
তবুও আমি তোমাকে জিততে চাই,
বীরের মত তীব্র গতিতে বাঁধার দেওয়াল ভাঙতে চাই।


আমি তোমাকে জিততে চাই!!