বাংলার চিরচেনা রূপ সত্যিই তুমি দেখেছো?
দেখনি! দেখনি! দেখনি!(২)


বাংলার বাঘ ম্যাশকে কি তুমি দেখেছো?
বাংলার বিশ্বের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব কে তুমি দেখেছো?
বাংলার মারকুটে ব্যাটসম্যান লিটনকে তোমরা দেখেছো?
বাংলার চিরচেনা রূপ সত্যিই তুমি দেখেছো?
দেখনি! দেখনি! দেখনি!(২)


বাংলার দূর্নীতি কি তুমি দেখেছো?
বাংলার লুটপাট-ঝনঝাট তুমি দেখেছো?
বাংলার দারিদ্রে অনাহারে ধুঁকে মরা মানুষদের তুমি দেখেছো?
বাংলার নির্যাতিত নিপিড়ীত মানুষের কান্না কি তুমি দেখেছো?
বাংলার চিরচেনা রূপ সত্যিই তুমি দেখেছো?
দেখনি! দেখনি! দেখনি!(২)


সব খারাপের ভালো আছে,
এটা নিয়েই মানুষ বাঁচে।
সাবাস বাংলাদেশ হবে একদিন তোমার ভালো,
সবখানেই ছড়াবে সেই বাঙালির আলো।


সে যে বাঙালির গর্ব-                      শেখ মুজিব
সে যে বাঙালির আশা                    শেখ মুজিব
সে বাঙালির রক্তের সাথে আছে মিশে  শেখ মুজিব
কে সে?               শেখ মুজিব(২)
বাংলার চিরচেনা রূপ সত্যিই তুমি দেখেছো?
দেখনি! দেখনি! দেখনি!(২)
বাংলার ৭ই মার্চের ভাষণ তুমি দেখেছো?
বাংলার যোদ্ধা বাঙালির সাহস সত্যিই তুমি দেখেছো?


তাই বলি,
ভুলে যাও ভেদাভেদ ভুলে যাও ভুল,
এক নদীরই তো ​দুটি কূল।
এক তীরে ভালো এক তীর কালো,
একটি কূলে তো থাকবেই সোনালী আলো।
এভাবেই সামনের পথ চলো,
বাংলার পরিচয়ে আছে খারাপ ভালো।
কান্নার পর যেমন একদিন সুখ আসবে,
বাংলার মানুষ তেমন একদিন প্রাণ খুলে হাঁসবে।
আমাদের একদিন জয় হবেই™


জাগ্রত হও বাঙালি তোমরা ঘুম থেকে আজ ওঠো,
সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে শক্ত করো মুটো।(২)
বাংলা আজও তেমন কিছু নয়,
সামনে এসো দিব বাঙালির পরিচয়।