কত ইচ্ছে আমার বুকে ডানা মেলে, শুধু ঝাঁপটাতে পারি না আমি
বিশেষ করে চন্দ্র যখন আলো দেয়, তখন অন্ধকারে থাকি আমি!


হৃদয়ের জ্যামিতিতে সাজানো রাবারের মত নিরবে সাজিয়ে রেখেছি তোমায়!


আমায় লোকে বলুক মন্দ তাতে কি, বিরহে যে আমার প্রাণ বাঁচে না!


হিসাবের খাতায় লেখা হিসাব করেনি কখনো ভুল!
জীবনের খাতায় লিখতে এসে কেন হয়েছি এত ব্যাকুল!


এলোমেলো এ কেমন জীবন আমার,  অসুন্দর সাজে এই আমি!
আমায় লোকে বলুক মন্দ তাতে কি বিরহে যে আমার প্রাণ বাঁচে না!