তেলের অভাবে স্বভাব নষ্ট,
ডিজিটাল বাংলাদেশে সকলেই অতিষ্ট।
টাল মাতাল দেশের চাকা চলতেছে বেশ,
কবে হবে অবিচার অনাহার মুক্ত দেশ?


মুক্ত দেশে নাগরিক হিসাবে কথার দাম খুব!
তবুও কথা বলার আগেই মুখ করে দেয় চুপ।
লাখে লাখে তরুণ হয়ে যাচ্ছে  যুবক আজ,
বিশটি বছর অধ্যায়ন করেও জুটেনি কপালে কাজ।
_সে জে ডিজিটাল সাজ...
_সে জে ডিজিটাল সাজ...


শুধু যে তেল, পিয়াজ, চিনি-চালের দম তা তো নয়,
তিল কে করেছে তাল, নয় কে করছে ছয়।
নয়-ছয় বুঝতে বুঝতে বুদ্ধিমান আজ মোরা,
লাভ কি, দেরি হয়ে গেছে এখন চালকের আসনে তারা!!!
কত মানুষ নিয়মিত খেটেও পেটে দিতে পারে না ভাত,
দেশের পাইক পেয়াদার সুবিধা কালো রাত।
কোটি তরুণ যুবক আজ না পেয়ে কাজ...!!


_সে জে ডিজিটাল সাজ...
_সে জে ডিজিটাল সাজ...