আজ বৃষ্টি ভেজা রাতে,
থাকতে পারতাম যদি একসাথে।
বলতাম হৃদয়ের কিছু কথা,
তোমার চোখে দেখিতাম নিরবতা।
আসলে আমাদের এই কল্পনা,
মিথ্যা কোনো গল্প না।


দু'জনে যদি থাকতাম একলা বদ্ধ ঘরে,
হতের উপর হাত রেখে শান্তি পেতাম মরে।
আমাদের এই ঘরের বদ্ধ কথা গুলো,
মনে হতো পেঁজা বরফের তুলো।


বহুদিন পরে বৃষ্টি যেন ঝড়ে,
বৃষ্টির এই দিনে বন্ধু তোমায় মনে পরে।


জানি হে রাজকুমারী তোমার মূল্য সীমাহীন,
অমূল্য রতন তুমি, তাই অপেক্ষায় আছি বহুদিন।।