কত মামি, দেখছি আমি
আমার ছোটো মামির মতো মামি নাই,
গুনে তিনি গুনবতি
আমার মামার পছন্দ তাই।


মামা আমার বড্ড খুশি
মামিকে পেয়ে,
বাড়ি এসে সুনাম করে মামির বানানো পিঠা খেয়ে।।
মামি অনেক ভাগ্যবতি আমার মামার মত মানুষ পেয়েছে তাই,
মামিও জেদ ধরেছিলো এমন মানুষই তাহার চাই।
ভাগ্য হয়তো বিধাতা লিখেন তাইতো এমন পরিণতি ভাই,
দু'জনের আশা পূরণ করে ও এখনো মামির হইলো না শ্বশুর বাড়ি ঠাই।
এখনো মামি আসলো না বাড়ি এই দুঃখ নিয়ে কোথায় যাই,
মামি দেখার ইচ্ছাও আমার পূরণ হইলো না তাই।


মামি কিন্তু খুবই ধূর্ত আমার তা বুঝতে বাকি নাই,
অল্প দিনের গল্প তাদের স্বল্প পরিমাণে লিখলাম তাই।
তাহাদের জীবন যানো এমনই সুখে কেটে যায়,
প্রত্যেকটা মানুষ যেনো তার ভালবাসার মানুষ পায়।।