জীবনে করো খানিকটা প্রতিবাদ,
পাবে হয়তো সামান্য কিছু আঘাত।
তবে তার মূল্য সীমাহীন,
সকলে মনে রাখবে চিরদিন।(২)


যদি ভদ্রতার মুখোশে একশত বছর বাঁচতে চাও,
তাহলে বাড়ির বাহিরে কেন যাও?
নারীর মত ঘোমটা দিয়ে মুখ লুকিয়ে রাখ,
তুমিও চুড়ি পড়ে ঘরে কোণে থাক।(২)


নিপিড়ীত মানুষের উপর যখন করে অত্যাচার,
বাহ, তখন তুমিও দাও সেই নিপিড়ীতদের মার।


যদি দিতে তুমি নিপিড়ীত মানুষকে খানিকটা সম্মান,
তোমার জন্য জীবন দিতেও কাপতো না তার প্রাণ।(২)
তাই ভাই,
জীবনে করো খানিকটা প্রতিবাদ,
পাবে হয়তো সামান্য কিছু আঘাত।
তবে তার মূল্য সীমাহীন,
সকলে মনে রাখবে চিরদিন।।(২)