প্রেমের চরণে নিজেকে খুবিয়ে কি লাভ....?
          দুটি চরণ না মিললে, অন্য চরণেতে চাপ...!
        একটি প্রেম জীবনে প্রয়োজন,
তাতে থাকবে অকল্পনীয় আয়োজন।


কিন্তু নিঃশব্দে চরণ গুলি ঝড়ে যাবে!
কোথায় দূর নিলিমায় আর খুজে পাবে....?
       বসন্তের বাতাসে পূর্বের চরণ মিলিয়ে গেল,
জীবনে নতুন দুটি চরণ এল...!


যদি এ চরণ দুটি ও আগলে না রাখ,
      যদি তারে একবার ও কাছে না ডাকো!
তবে এ চরণ ও হারিয়ে গেল...


প্রেমের কবিতাটাই থেকে গেল এলোমেলো!


চরণগুলো আগলে রেখ,
              চুপিচুপি আড়ালে দেখ,
মিথ্যাচারণের ব্যার্থ চরণ,
হতে পারে তোমার মৃত্যুর কারণ!


চরণ.....! ভালোবাসার চরণ.....!