সেদিনও অপেক্ষায় ছিলাম
সেবার বাবা বলেছিল
ধান বেঁচে নতুন জামা আনবে
খুশিতে আমার নাওয়া নেই,খাওয়া নেই
চড়ুইভাতির দলেও নেই।
দিনশেষে অবশ্য অপেক্ষার অবসানও হয়েছিল
নতুন জামার অপেক্ষা।


বন্ধুরা বলেছিলো এস এস সি' র পরে পিকনিক করবে
সেবারও অপেক্ষায় থেকেছি
কবে শেষ হবে পরীক্ষা
মাস্টারের বেত আর মায়ের শাসানী
 বড্ড বেশি তেতো।
বছর শেষে পিকনিক করেছিলাম
বহু আকাঙ্খিত পিকনিক।


দূর্বার অবাধ্য যৌবনে পরম পূজনীয় প্রেয়সী
হাতে হাত রেখে বলেছিল
শত-সহস্র বাঁধায়ও এ হাত আলাদা হবে না।
অপেক্ষায় ছিলাম
প্রণয়ের অন্তিম পরিণতি দেখবার অপেক্ষা।
অপেক্ষা অবশ্য শেষ হয়েছিল
ঠুনকো কালবৈশাখীতে কোমল হৃদয় চুরমার করে।


অপেক্ষা অপেক্ষা অপেক্ষা
তুমি সাতরঙা তুলির আচর
কখনো লাল কখনো নীল
কখনোবা অবারিত সবুজের সমারোহ
কখনো আবার সফেদ রঙা সীমাহীন আকাশ


এতদূর এসে বুঝেছি শেষে
বেঁচে থাকা শুধু মৃত্যুর অপেক্ষায়।।