ঈষাণ কোনে মেঘ জমেছে,মুখ করেছে কালো
এবার বুঝি বৃষ্টি মামা থরথরিয়ে এলো
ছাগলগুলো দিচ্ছে ডাক বাড়ির পানে চেয়ে
দাদু যাচ্ছে তড়িঘড়ি ছাতা মাথায় নিয়ে।


মাঝি-মাল্লায় পাল খুলেছে,বৈঠা নিছে তুলে
নাওগুলো সব দুলছে এখন ঢেউয়ের তালে তালে
ছানির নিচে অলস সময়,কেউ ধরেছে গান
কেউ টানছে হুক্কা আবার কেউবা চিবুচ্ছে পান।


আদুল গায়ে দৌড় দিল সব ছেলেপুলের দল
মাঠের পানে যাচ্ছে সবাই,খেলবে বুঝি বল
দস্যি মেয়ে পুকুর পাড়ে,ভেজার নেশায় বেশ মজেছে
কুকড়োগুলো জড়োসড়ো,তাদের মাঝে ভাব জমেছে।


আকাশপানে চেয়ে দেখি সাদা বকের দল
ভেজা ডানায় উড়তে যেন হচ্ছে বেশামাল
কাশফুলেরা দিচ্ছে দোলা ভিজে বৃষ্টির জলে
মন চাই ভিড়ে যায় আমিও তাদের দলে।