ক্লান্ত প্রভাত - মেঘাচ্ছন্ন মন,
মৃদু শীতল হাওয়া - করবে কি মোরে খুন?


পলকে পলক ফেলে একি দেখি হায়,
যার পায়ে তে পুরো পৃথিবী সাজায়।
শিশির ভেজা ঘাসে যেন ফুটেছে পদ্ম,
এক পলকে-ই  হলাম মগ্ন।


আঁখি  তুলে তাকাবো, মনে করে ভয় ;
অবশেষে তাকালাম কাটিয়ে সংশয়।
পলকে ই তার আঁখিতে মিলল আঁখি,
পৃথিবীতে এই রুপ-ই দেখা ছিলো বাকি।


মুখে মুচকি হাসি-লজ্জায় লাল গাল,
এ যদি মোর থাকতো চিরকাল।
মন চায় তারে ধরে বাঁধে রাখি,
সর্বক্ষণ দেখবো তার ওই আঁখি।


পলকে পলক ফেলে আঁখি বারে বার,
মন চায় একটুখানি কথা কইবার।
এগিয়ে গেলাম তাহার পানে,
বললাম ভালোবাসি তাহার কানে।
একথা শুনে  যেন লজ্জায় যাচ্ছে পুড়ে,
আমিও ভালোবাসি বললো সে ঘুরে।
এ কথা বলেই দিলো ছোটা,
কদমে কদমে  খেলা করে শিশির ফোটা।