হেরে গেছি - এ পৃথিবীর কাছে,
হেরে গেছি - এ সমাজের কাছে,
হেরে গেছি - ঐসব নীতির কাছে,
হেরে গেছি  - এই সমাজ ব্যবস্থার কাছে।


মানুষের মন আধার কালো,
সমাজের চোখে ধূসর বালু।
অপরাধী আজ তারা,
সত্যের পথে চলে যারা।


সন্ত্রাসীরা সমাজ গড়ে,
অস্ত্র হাতে নিয়ে।
ক্ষুধার জ্বালায় মরছে কত,
দেখো একবার গিয়ে!


হেরে গেছি,
             আজ সত্যি হেরে গেছি!


হেরে গেছি আজ টাকার কাছে,
ঘুষখোরদের ঘুষের কাছে।
মানুষ তো আজ মানুষ নেই,
নেই তাদের ভেতর মনুষ্যত্ব।
টাকার পিছনে ছুটে আজ - গ্রহণ করছে দাসত্ব।