আমি হঠাৎ ঝরে যাবো,
অকালেই ঝরে যাওয়া কাশফুলের মত।
যেভাবে ঝরে যায় ফুলের কলি,
কিংবা গাছের সবুজ পাতা।
আমায় কেউ ঝরে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবে না,  
যেমনি আমিও পারিনি সাধের গোলাপের কলি বাঁচাতে,
পরিপূর্ণ ফুল ফোটাতে।
আমি হঠাৎ চলে যাবো,
ঠিক যেভাবে চলে যায় সময় কিংবা আয়ু কাল।  
আমার চলে যাওয়া কেউ আটকাতে পারবে না,
যেমনি কেউ পারেনি সময়ের গতি পথ আটকাতে।
আসলে কিছু জিনিস চাইলেও আটকানো যায় না,
যেমনি আটকানো যায় না,
কিছু মানুষ এর প্রতি  ভালোবাসা কিংবা ঘৃণা।
আমি হঠাৎ হারিয়ে যাবো,
যেমনি ভাবে হারিয়ে যায় মন কিংবা মনের মানুষ।
আমায় কেউ খুঁজে পাবে না,
আসলে  কেউ খুঁজবে ই না।
যেমনি কেউ খুঁজে না ফেলে আশা পাপ গুলো,
করন পাপ সবসময়  তটুরস  পূর্ণ ,  
আর আমিও পাপের মতই তিক্ততা যুক্ত মানুষ।
আমি যেন সুনীল আকাশের বুকে এক খণ্ড কালো মেঘের মতো।
দেখতে খুব একটা মানায় না আমায় আকাশের বুকে।
খুব বেমানান সেই মেঘ রোদের ছায়া কিংবা বর্ষণ হয়ে ঝড়ে পরে,
তাও মানুষ তাকে খুব একটা পছন্দ করে না,
পছন্দ করে না কালো মেঘের গর্জন।
আসলে মানুষ প্রতিবাদ বা সম্মুখ  বাদী দের পছন্দ করে না।
আসলে মানুষ মেনে নিতে পারে না সত্য গুলো।
যেমনি মেনে নিতে পারেনি প্রিয় মানুষের বিচ্ছেদ।