নিস্পন্দ আলোহীন রাত ,
একাকী ঘরে স্মৃতির কাঁধে হাত।
মনে পরে সেইসব দিনগুলো,
পিছু ফেলে আসা স্মৃতিগুলো।


আধার রাতে হাহাকার করে মন,
তোকে পেতে চায় কাছে সারাক্ষণ।
স্মৃতিগুলো রোজ কাঁদায় মোরে,
কি কমতি ছিল - ভালোবাসায় তোরে?


তোর মায়াতে ছিলাম অন্ধ,
ভালোবাসাতে ছিলাম বদ্ধ।
চাইনি জীবনে তোকে ছাড়া কিছু,
তাইতো এখনো মায়া করে পিছু।


রাতের আধার কানে কানে কয়,
তোকে হারিয়ে বেচে থাকা ভয়।
আঁধারের সাথে কথা কই রোজ,
এ জীবনে  হায় - পাবো কি তোর খোঁজ!