ভালোবাসি বলবো না তারে,
কখনো বাসিনি ভালো।
ভেবেছিলাম তারে জীবনের আলো।


পায়েতে নুপুর - কানেতে দুল
খোপায় ছিল পদ্মফুল,
তারে দেখতে দেখতে করলাম ভুল।


সুনয়না  পলকের ফাঁকে,
ফেসেছি আমি জীবনের বাঁকে।
পড়ে ছি মায়ায়-তার ই ছায়ায়
দেখেছি তারে হৃদয় জুড়ে,
পেয়েছি তারে আমার করে।


পারেনি তারে রাখতে ধরে,
হারিয়েছি তারে জীবনের মোরে।
কাটেনি এখনও তার মায়া,
আঁধারেও দেখি তার ছায়া।