তাহার প্রেমে আমি প্রেমিক হয়ে উঠেছি,
যাঁহার কাছে আমি নিজেকে সপেছি।
আমার কল্পনায় যাঁহার ছবি এঁকেছি,
পদচিহ্ন এঁকেছি বুকে।


আঁখি মায়ায় ছলছল, ঠোটে জলো ডেঊ;
তাহার মত আমারে ভালোবাসেনি আর কেউ।
হাত জোড়া যেন জ্যৈষ্ঠের শিমুল তুলো,
দু পায়ে প্রকৃতির সৌন্দর্য গুলো।


সে নদীর মতই শান্ত,
কিংবা ঘূর্ণিঝড় এর মত ভয়ঙ্করী।
কোমলতা নারীর ভূষণ,
কঠোরতা হোক তার অধিকার।


এত এত মেয়ে,এত এত নারী,
তার ভিতরে শুধু তাকে ঘিরেই থাকি।
হাতে হাত রুদ্ধশ্বাস, তুলে রাখা ভালোবাসা।
যমে থাকা বহু কথা,নিশ্চুপ প্রেম।
কিছু অভিমান, কিছু রাগ,
সৃতির পাতায় তোলা  থাক।