আকাশ পানে চেয়ে থাকি,
দেখি তোমার আশা।
আসবে - কবে আসবে?
ছুঁয়ে দিবে ভালোবাসা।


জ্যৈষ্ঠের ঠোঁট দুটি - শুঁকিয়েছে বড্ড
বৃষ্টি হয়ে ঝরে - করো আমায় মন্দ।
তুমি স্বচ্ছ - তুমি শীতল
তুমি বৃষ্টির মত চঞ্চল ।


রিমিঝিমি শব্দ পায়ে,
কপালেতে কালো মেঘ,
কণ্ঠ যেন মৃদু শীতল হাওয়া।


তা বৃষ্টি হয়ে ঝরছো কবে?
হবে আমার ভালোবাসা।