ছন্দঃ মাত্রাবৃত্ত-৫


আমাকে নিয়ে কেউ ভাবেনা,কিন্তু
আমার ভাবনার সকল বিষয় তুমি।
আমাকে ছাড়া যে সুখী হবে,
ওটা তোমার ভুল নিঃশ্বাসের
বায়ু দূষণ;
সেটাও জানি,
কিন্তু আমার সব সুখের মূলে তুমি,
এও জানে আমার
বিদিত যত সর্বজন।
কারো ভালবাসা তো চেকে ব্যাড়ায়,
কারো ভালবাসা তো বেঁকে দাঁড়ায়,
কিন্তু আমার ভালবাসা;
তোমার ‌‍‍‌‌‌‌‍‍‍‍‍‌‌‌‌‍‍‍‍‍‌‌‌‌‌‌‍‍‍‌‌‌‍‌‌‌‌‌‌‍'বুকের ভিতে'
নগ্ন আবরণে যে ভরা সেথায়।
রবি চন্দ্রের রশ্মি ছায়া,
প্রকৃতি প্রগলভা সমীর নানা
কিছুই দেয়নি তাকে
এখনও নাড়া।
ওটা যে আমারই..
আমারি শুধু ;
তব বক্ষ মাঝারে ভরা,
এখনো যে আছে ধরা।
তবু বুঝিনা, তা
কেনো আমার বেলায়
এত অবলা, এত অধরা..
এ-তো-টা আনমনা...?