আয়নার সম্মুখে আয়রে
ভাইরে আয় তুই আয়না
ধুয়েমুছে সবটুকু কলুষতা
ভিতর ও বাইরের সবকথা
অভিন্ন হয়না কেনরে হয়না ?


আয়নাতে দাঁড়িয়ে কে তুই
তুই কে তোর কাছে অজানা
কথাকাজে আছেযে খাজনা
দিতে হবে উষুলে বাকি থুই
এ কথায় কাজ কোন হবেনা।


সুসময়ে আমিষ খাবি তুই বেশ
অসময়ে বিষ পাবি তার রেষ
জীবনের জয়গান তোর কেন গায়না
আয়নাতে দাঁড়িয়ে একবার ভাবনা।


কি কাজ করলি মানুষকে মারলি
দোষহীন গায়ে তুই কাদা কেন ছুড়লি
তুই তোর তোর তুই এই তোর ভাবনা
তুই হীন তোর তুই একবার ভাবনা
সব সুখ এক বুক আয়নাতে দেখনা।


দিন যায় দিন আসে তারপর রাত
সবদিন শেষে কি আসে কভু রাত?
একবার ভাব তুই আয়নার সাত
তোরদিন কবেআসে আঁধিরূপে প্রাত।


কার চাল মারলি কার তেল চুরলি
অনাথীর পেটখালি তাকিতুই জানলি?
তোর পেট ভর্তি তার পর ফিরতি
দুখীনীর তেলতোর খাটেকেন ভর্তি
ভরাপেটে তুই কত আর ভরবি
মরাকে আর তুই কত আর মারবি?


আয়নাতে দাঁড়িয়ে ভাব তুই ধূর্তি
আর নয় আর নয় আজকের পর
করবোনা আর কভু কু-কীর্তি
চোখেতে চোখরেখে কর আজি পণ
খাবোনাকো কভু আর গরীবের ধন
গরীবের পাশে রব বাকিটা জীবন
শুন দিয়ে কান ওরা কত মহীয়ান
তবুতারা গেয়েযায় তোরই জয়গান।।