পাওয়া না পাওয়ার তরঙ্গ বহমান,
দুখের মাঝেই সুখের সঙ্গ অবিরাম।
ক্ষত হয় অভিমানী হৃদয় যেথায়,
জীবনের শত শ্লোগান বহে সেথায়।
ধ্রুব সে হাসি তবুও শৌর্যধারায় অম্লান,
সুখ-দুখের চক্রে ঘুরে নিয়তির বিধান
হাসিতে হাসিতে তবু কত শত ব্যবধান
জীবন একটা বহতা নদীর উপাখ্যান।।