তুমি আমি এ্যা-কেলা
      দিন পোহা ত সারাবেলা,
  মন চুরার মন হরায়
     তুমি আমি দু-কূলা ।।


সাগরের ঢেউ যদি জোয়ারে ভাসে
নদীও তবে বারে বারে ছুটিয়া আসে।
সাগর যবে ডুবিয়া যায় নিজের-ই জলে
নদী তবে বারে বারে কাঁদে আর হাসে।।


একদিন মোর গলে দিয়েছিলে
      বি ন সুতোর মালিকা,
এক্ষণ মোর ভালে ফুল ন দিয়া
      দিলা কণ্টক জ্বালিকা ।।