হালহীন তরীখান
আপনাই বহমান।
কে জানে কোথায় ঠেকিবে,
কোথায় ফেলিবে নোঙর কবে ?
ধূ.. ধূ.. অন্ধকার
ঐ দূর আছে পরে,
ভাসমান এ জীবন
সব ভুলে খেলাঘরে
চলে যাব পরপাড়ে,
সব কিছু রবে পরে।
দিয়েও লাভ কি,
তবুও দেবেনা হায় !
অন্তর ফাটিয়ে যতই কাঁদি
জীবন একটা বহতা নদী ।।