খুব সহজে,
যদি ছুঁয়ে দেই তোমায়।
বুকের শূন্যতার খুঁটি বেয়ে
আছে যে ভিন্নতা ছেয়ে
তার তীর অতি ভীরু,
তুমি বুঝলেনা;
সেটা না ভালোবাসা না ছলনা।
মাঝপথে পথের কাঁটা তুলিয়ে
বিষের কাঁটায় দেয় মন ভুলিয়ে,
তুমি বুঝলেনা, তুমি বুঝলেনা
তবে সে বুঝে তোমায় সহজে,
অতিসহজে, কূটকৌশলে;
পড়া শেষে ছুঁড়ে দেয় ভাগাড়ে
খুব সহজে..


নদ্দা সরকার বাড়ী, ঢাকা
১৩.১১.২০