ক্ষুধার জ্বালায় মানুষ ঘুরে
প্রান্তরে প্রান্তরে ।
মৃত্যুকে উপেক্ষা করে, প্রতি দমে
ওরা মৃত্যুকে গিলে খায়।
দোকান, কাজ, দুয়ার সব-ই বন্ধ
তবু একদল অন্ধ !
ওরা চুষে খায়
খেটে খাওয়া মানবের ক্ষুধা।