কিছু একটা ভাবছি,
হয়তো তা কিছুই না।


কুঁড়ে ঘরের চাল চুঁয়ে
যে জোছনা ঢুকে,
এমন মধুরতাও তো
অশ্রুবনে আঘাত হানে;
কারো কারো বুকে।
সে জোছনায় রং মেখে
আমরা খামকাই
শব্দ ঢেলে কবিতা বানাই।


কিছু নিদারুণ গল্প, কথা
হয়তো বিশেষ কোন
কবিতার জন্ম দ্যায়;
অথচ সেই কুঁড়ে ঘর
আজীবন সাদাকালোই
রয়ে যায়..


কবিতার এই আলেখ্যতায়
কার কি যায় বা আসে ?
তা কেউ খুঁজিই না।
কিছু একটা ভাবছি,
হয়তো তা কিছুই না।


অভিযাত্রীক ২০২৪