মায়ের আঁচল তলে তুমি
যে ডিম ফোটাও অনলের,
একদিন কিংবা কোনদিন
তুমিও ভস্মী হবে হে বীর,
তারই দাহ্য কুসুমানলের।
আজ তোমার, কাল সে তো
নয়গো তোমার, মূর্খ তুমিতো।
সময়ে শত লাফ দাও সহস্র,
অসময়ে একলাফ দেবে কি ?
হে মূর্খ, তুমিতো একা নিরস্ত্র।
বীরত্ব, বড়াই, দাপট হবেতা চূর্ণ
নাগাল সময়ে শুধরে মানুষ ’হ
নতুবা মহাকালের হিংস্র থাবায়
হবি তুই বস্ত্রহীন পথিক বিবর্ণ।।