জনৈক সাংবাদিকের প্রতিউত্তরে
শিশু তুবা বলছিল কাঁদো কাঁদো স্বরে,
ফুঁপিয়ে ফুঁপিয়ে প্রতিবারে।
আম্মু নীচে গেছে, ড্রেস আনতে গেছে।
মায়ের অপেক্ষায়..
এখনও অপেক্ষমান শিশু তুবা।
ভাষা জ্ঞান এখানে স্তব্ধ
তাই আমিও যেন বোবা।
ছেলে ধরা সন্দেহে গণমনের রোষানলে
প্রাণ গেল একটি মায়ের অকালে, সে সাথে
একটি উজ্জ্বল স্বপ্নও নিভে গেল;
আমার-ই ভুলে, আমাদের-ই ভুলে।
একটি মাত্র ভুলে, শুধু একটু ভুলে।
নিঃসহায় এতিম শিশু তুবার
অশ্রুসিক্ত এই বেদনার ভার
আজ প্রতিটি হৃদয়ে তুলেছে হাহাকার।
এর মূল্য দেবে সে সাধ্যি কার ?
অশ্রু ঝরা চোখে
শিশু তুবা এখনও আছে পথ চেয়ে,
বাতায়নের শিক ধরে।
তার ড্রেসের অপেক্ষায়,
তার মায়ের অপেক্ষায়..