কাউকেই তুচ্ছ ভাবা সমীচীন নয়।
আজ জীবিত দেহে রক্ত প্রবাহিত,
চোখ কথা বলে মুখ কথা বলে
রক্তের তেজে কখনও তা অহংকৃত।
প্রাণমনু করিলে নতজানু, সর্বদাই
ভীত সু-শৃঙ্খল সেই পিপীলিকাই
হয়ে যাবে হিংস্র, ক্ষুধার্ত, নিপীড়ক
নির্দ্বিধায় চুষে যাবে রক্তের ঘ্রাণ, তবু
তুমি নিরুপায় দেহী; করার কিচ্ছু নাই।।