ছন্দঃ মাত্রাবৃত্ত-৭


আমি আছি অন্ধকারে আলো দেখব বলে,
তুমি থাক বদ্ধ ঘরে আলো নাহি বলে।
তোমার আলোয় অন্ধ আমি, খুঁজি আজও তাই;
তুমি কেবল বদ্ধ ঘরে থাকছ অযথাই।
তোমার আলোয় আমি ভাল
আমার ভালোয় তুমি বল,
বদ্ধ হল পরিণতি, অনুতাপের ফল;
সুখের আলো বধির বলে, নেত্রে বহে জল।।