ভুলের মাঝে চলা
ধরণ তোমার,
ভুল নিয়ে খেলা আমার।
ক' ফোঁটা জল ছিল,
তাও তুমি কেড়ে নিলে।
এখন বাঁচি কেমনে,
কোন ভুলে জল ফেলি
দাও তুমি বলে ?


আমার জল আজ তোমার
কাজল ধোয়া পানি,
সে জল মুছিতে কেন
কাছে টানো,
আমার হাত দুখানি ?


ভুলের কাঁটা রক্ত ঝরায়
হৃদয়ের গহীন কাঠগড়ায়,
তুমি কেন এসেছিলে
ফুল নিয়ে, ভুল হয়ে
নির্ভাগার দোরগোড়ায় ?