(স্ববৃ)


ছেঁড়া-কাপড় ছেঁড়া-জালি
ছেঁড়া-ছালা ছেঁড়া-থলি
ভাঙা-চকি ভাঙা-খাটলি
ছেঁড়া-ছিকি ছেঁড়া-পুটলি
দেয়া-যাবে জোড়া-তালি।


ভুল-করে কথা-বলা
ভুল-পথে পথ-চলা
কুলে-ফিরে ভুল-ফেলি
আসা-যাবে পট-গুলি
যদি-দেই জোড়া-তালি।


দেহের টানে দেহ
দেয় যে খুলি,
মোহের বাণে মোহ
যদি করে মোলা-মুলি।


মনের টানে ঘৃণা
যদি করে কোলা-কুলি,
সম্পর্কের কি’ হবে ?
গায়ের জোড়ে যতই
দাওনা জোড়া-তালি।।