আরো কিছুকাল বাঁচতে ইচ্ছে হয়
মেঘ জোছনার নীচে আরো কিছু রাত
আরো কিছু ভোরে জাগতে ইচ্ছে হয়
আরো কিছু ভুল,কিছু অজুহাত।
আজ রাতটা অন্যদিনের মতো হবে না
আজ রাত বিরহের রাত।
আজ আকাশে চাঁদ উঠবেনা
তারারা আলো ছড়াবেনা ,
কারণ আজ রাতে তুমি ঘুমিয়ে পড়বে।
তাই সব তারারা মন খারাপ করে
মেঘের আড়ালে মুখ লুকোবে,
চাঁদ মন খারাপ করে
আলো ছড়ানো বন্ধ করে দেবে।
আর আমি বিরহে পুড়তে থাকা
হৃদয় দিয়ে কাজল বানিয়ে
অপেক্ষায় থাকবো
আবার এক নুতন সকালে
চোখে পরবো বলে।