একটা গল্প বলি,নিয়মভাঙ্গার
সবুজ শ্যামল হিজল ডাঙ্গার
সে গাঁয়ের সব শাপলা,শালুক
গল্পটা আজ তারাই বলুক।


গল্প হলো অল্প কথা
কুসুম কলির কল্প গাথা
গল্পগুলো হাওয়ার তালে
পেখম মেলে দুলকী দোলে,
রং বেরংএর ছড়ায় ডানা
গল্পটা তো সরল অতি
শুরুটা তার সবার জানা।


গল্পটা এক শ্যামলা মেয়ের
কাজল কালো,সজল আখি
যখন তখন মেঘের সাথে
করতো মেয়ে মাখামাখি।


গাঁয়ের মেয়ে মাটির ধরন
তাইতো মেয়ের ছিলো বারন
দুপুর বেলা একলা এমন
বন বাদাড়ে সময় ক্ষেপন।


শুনতনা মেয়ে কোন বাঁধা
ঝিলের জলের ভাঙ্গতো ধাঁধাঁ
পাখির সাথে সাধতো গলা
দেখতো জলের ছলাকলা।


হঠাৎ করে এক দুপুরের  নির্জনতা
ছিড়লো মেয়ের শাড়ীর ভাজের আবেগগুলো
রক্ত বেয়ে মুছলো মেয়ের হাটুর ধুলো
পুকুর জলে ছুড়ে ফেলা উদোম শরীর
শ্যওলারা সব করলো মিছিল,জড়িয়ে নিলো।


শ্যামলা মেয়ের জল সমাধি
গল্পটা শেষ,এমন করেই শেষ অবধি।
কালকে আবার,
অন্য মেয়ের জন্য এমন
দীর্ঘশ্বাসে লেখা হবে এক কবিতা
কালির আচড়
পূর্ণ হবে কালের পাতা।