এখনো হয়নি ভোর
চোখে গদ্যের ঘোর
জীবন্ত ফসিল ছুঁয়েছে প্রহর।
পেরিয়ে রাত অশান্ত কোলাহল
জাগছে শ্রান্ত পাড়া টা
এ আমার শহর।
বিছানার চাদরে ভাঁজ
অবিন্যস্ত চুল,কুঞ্চিত ললাট।
হাই তোলে দিন,আড়মোড়া ভাঙ্গে
খবরের কাগজ,সকালের স্নান
মোছে সিঁদুরের দাগ
ভেজা চুলে জট
আঙ্গিনায় সুর তোলে একেলার রোদ।
হামাগুড়ি দেয় হিবাচির আঁচ
কতশত কাজ,কত কী যে দায়
বাক্স বন্দী হয় রাতের আবেগ
এক অনাকাঙ্খিত দিন,এক নিঃসাড় রাতের অপেক্ষায়
আমার ইচ্ছে চাবিরা নীরবে হারায়।