অক্ষর আসছে
শব্দ আসছে,গান আসছে,
ভেসে আসছে ত্রিমাত্রিক ভূমি...


আর আমি,
জলের দরে কিছু কবিতা কিনে
আনলাম।
তার মধ্যে দেখি-
কয়েকটা নীল আকাশ হয়ে গেছে,প্রিয়তম'র চোখের মতো।
কয়েকটা বাদল দিন,
আর কয়েকটা হয়ে গেছে
প্রজাপতির পাখায় মাখা হরেক রং।
তার কয়টা মাঝরাতের স্বপ্ন
আর কয়টা নদী হয়ে
দূরে বয়ে গেছে।
সকাল সন্ধ্যা যার ঢেউ বায়,উজান-ভাটি।


তুমিই বলো
আমি কি খুব ঠকেছি!!