ঘাতক যুবকটির সাথে কথাই হলোনা
অথচ হৃৎপিন্ড আত্নহত্যা করলো
তার সমগ্র সত্ত্বায়,
আপন শরীরেই এক অচেনা অশরীরী
ভর করলো যেন।
মুগ্ধ নয়নে অপলকে দেখছিলাম
তার আসা-যাওয়া
নিরেট পাথরে গড়া উরু
ভরাট চওড়া বুক,ফুলে উঠা নিতম্বের ভাঁজ
ঢেউ খেলানো হাতের পেশী,সরু কোমর
আর তার সমস্ত অবয়ব আমায়
চন্দ্রচূড় পাহারের কথা মনে করিয়ে দেয়।
আমি শিহরিত হই,ফুলে ফেঁপে উঠি আমিও
পাশে হাটতে চাই,অবাক বিস্ময় আর কাকে বলে
প্রভুহীন কুকুরের মতো ল্যাজ নাড়তে নাড়তে
সেও সঙ্গী হয় আমার।
সাত-পা হাটি সাতজন্মের বন্ধন যেন
প্রভুহীন সঙ্গী আমার, বলি-
মাই ফ্রেন্ড হোয়্যার ইজ ইয়োর লর্ড?হারিয়েছে?
প্রভু হারালে বড্ড কষ্ট হয়,নয়?তবে সে দু-চারদিন
তারপর আবার নুতন শরীর নুতন প্রভু
আমি হই প্রভু তার,-তার কাছে ইশ্বরী,
সে আশ্রয়ী হয় আমার আচঁলের নীচে।
হা হা হা,পুজো দিতে গিয়ে ওঠে হাপরের টান
ভাগ্যিস জীভখানা ছিলো তায়,শেষ অবদান।
ধুর সালা ওতো হ্যাপা করে পুরুষ পোষা কেন
সাধ হলে চলো কুকুর পুষি,প্রভুভক্তির শ্রেষ্ঠ উদারণ
করবেনা কখনো নৈতিকতার স্খলন।