বৃষ্টি পড়ে ঝমঝমিয়ে আমার আঙিনায়
মিষ্টি সুরের মাদল বাজায় আলতা রাঙা পায়
গানের ভেলায় আকুল চয়ন,কানে ফোঁটার দুল
বৃষ্টি মানে শ্যাম বালিকার দীঘল কালো চুল।


আষাঢ় মাসের কান্না এমন আমার চোখেও জল
শ্যামলা মেয়ের হাসির মাঝেও মন বড় চঞ্চল,
নদী বেয়ে নৌকা ভাসে,নদীর এলো জোয়াড়
শ্যাম বালিকা ভাসিয়ে দিলো দুঃখ করে উজার।


বৃষ্টি মেয়ে কান্না এত পাস্ কোথা যে তুই
তোর কান্নায় কষ্ট ধুয়ে উষ্ণ আমি হই,
জানিস কিরে চোখের জলে ভাসিয়ে নিয়ে সব
আমি জানি মেঘবালিকার মনে কী মতলব।