প্রিয় অনিয়মগুলো আজ কবিতা
কথিত জড়ারা ভাঁজ কষছে ললাট গ্রন্থিকায়
অশান্ত ভাবনারা জমাট বাঁধছে বয়ে চলা স্রোতে
নিয়মের গিরিখাতে বন্ধ হবেনা উৎপাত।
রক্তচক্ষু মেলে আঙ্গিনায় দাড়ানো অভিশাপ
আর্তনাদে ভেঙ্গে পড়ছে হিমাদ্রী
ইন্দ্রের সভায় তবুও রম্ভার দাপট,
যতই বলো মানুষ
পশুরাও আজ আর ততটা হিংস্র নয়।
কী দোষ ছিলো ঐ শিশুদের
কে দায় নেবে এই নির্লাজ সভ্যতার....