আকাশে ঝকমকে চাঁদ
কী জোনাক
চাঁদের আলোয় শুনি এক
কুকুরের বিলাপ।
ছায়ার শরীর অথবা শরীরের ছায়া
ক্রমশই শীতল হই,
আমি আর ঠকতে রাজী নই
ইশ্বরের মহিমায়।
রাজমিস্ত্রী খুঁটে খুঁটে তোলে
শাররীক ইট সুড়কি
চোখের সামনে দেখা ন্যাংটো কিশোর
নিজের কাছেই বলা নিজের মিথ্যে প্রতিশ্রুতি।
হাহাকার শোনায় ব্যর্থ প্রেম
বিক্রির বাজারে স্বস্তা দরে
বিকোয় তা
এক আধলা আধুলির আয়।
গলা বেয়ে উঠে আসা
কান্নার মাতম
অশরীরী ছায়া,আজ ভুলে যেও
আমার অবৈধ সঙ্গম।