যেদিন এই শহরে বিক্রি বন্ধ হবে কৃত্রিম ফুল
সেদিন বলবো"ভালোাসি"
যে রাতে আর একটি শিশুও পেটে
ক্ষুধা নিয়ে ঘুমাতে যাবেনা
সেদিনই হবে আমাদের কাঙ্খিত বাসর।
যে দিন আর একটা বেশ্যাও মুখে
লাল,সাদা রুজের আড়ালে লুকোবেনা
বেদনার ছাপ
সেইদিন আমার ঠোঁটে এঁকে দিও সুদীর্ঘ চুম্বন।
যেইবার এই রাষ্ট্রে হবে সুষ্ঠ নির্বাচন
মানুষেরা ব্যালট বাক্সে ফেলবে
কাস্তের শানিত স্লোগান
সেদিন আমার জরায়ুতে লিখে দিও
ছাপান্ন হাজার বর্গমাইল।
কারণ,তখন এই দেশে থাকবে সমাজতন্ত্র।