এই মাটিতে জন্ম আমার
এই মাটিতে মরণ,
তাইতো আমার এই মাটিকে
রাখতে হবে স্মরণ।
মাটির বুকে গাছ-গাছালি
কতই কিছু আছে,
মাটির গুণে সকল প্রাণী
আজও বেঁচে আছে।
এই মাটিতে গেলে জীবন
সবার হবে ধন্য,
তাইতো হতে পারেনি মাটি আজও
কারো পণ্য।।


যাদের তোদের নেইরে আজ আত্নায় কোন পূন্য,
ছুটছিস কেবল নিজের স্বার্থে, হয়ে পশু বন্য,
দেশের মাটিকে করে দিচ্ছিস শুধুই পণ্য,
শুনে রাখ, তোরা এই মাটি তোদের ছাড়বেনাকো,
ঠিকই তোদের হিসাব নিবে খুঁজে তন্নতন্ন।।


দেশেই থাকিস আর বিদেশেই থাকিস,
দেশকে ভালোবাসিস আত্মা দিয়ে, দেশকে করে সমৃদ্ধ,
তোর দেশকে তুই ই তুলে ধরবি পৃথিবীর বুকে,
করে সফল প্রতিনিধিত্ব।।।