নারী তুমি স্বাধীন হও
বিদ্যা, বুদ্ধি, যুক্তি আর চেতনায়।
সত্যিকারের স্বাধীনতা বিদ্যায়,
নয়কো নগ্নতায়।।।
নারী তুমি স্বাধীন হও
জ্ঞান আর বিজ্ঞানে
তবেই তোমার অর্ধাঙ্গ চিনবে তোমায়,
সম অধিকার আর সম্মানে।।
নারী তুমি স্বাধীন হও
যুক্তিযুক্ত মতামত প্রকাশে,
তবেই তোমার কথা বাণী হয়ে ভেসে রবে আকাশে, বাতাসে।।
নারী তুমি স্বাধীন হও
নিজেকে রক্ষায়, তুমি অবলা,
এই কথা ধ্বংস করার এখন এসে গেছে পালা।।
যে হাত বাড়াবে তোমার দিকে থাবা,
দুমড়ে মুচড়ে সে হাত ভেঙ্গে দেয়ার রাখো
মানসিক ক্ষমতা।।


ধর, তোমায় দেখতে এলো, তোমার হবু অর্ধাঙ্গ,
সাথে নিয়ে তার পরিবার ও বন্ধুমহল।
তুমি কতটা নম্র, কতটা শান্ত, কতটা কম কথা বল, মাথা নিচু করে কথা বল কিনা, জড়া, দ্বিধা, ভয়, লজ্জায় তুমি কাবু কিনা,
এই সব ই হলো তোমার যোগ্যতার পরিমন্ডল।।


পাছে ভয় হয়, যদি তোমায় পছন্দ না হয়?
তাই তুমিও রইলে হয়ে তাদের পছন্দসই
মনগড়া পটের পুতুল।।
যেমনটা চাইবে ঠিক তেমনটাই মেয়ে, আহা কি ভদ্র, সুশ্রী, এমন মেয়েই হয়না।।


মেরূদন্ড তো তুমি সেদিন ই ভেঙে দিয়েছো নিজের, কেন?
কেন তোমাকেই মাথা নিচু করে কথা বলতে হবে?
তোমার অর্ধাঙ্গ কি করেছে তোমার সামনে মাথা নিচু?
তবে কেন তুমি করবে?
তোমার চুপ থাকা আর কথা কম বলাই কি তোমার যোগ্যতা?
তবে কেন তুমি কথা শিখলে, জ্ঞান -বিজ্ঞান আর যুক্তির বীজ হৃদয়ে গাঁথলে?
ও,তুমি শুধু প্রেম বাক্য শুনবে আর লাজুক ভংগিমায় হাসবে,
তুমি প্রেম বাক্য আর প্রেম নিবেদন প্রকাশের যোগ্যতা রাখনা?


যদি তুমি সবার চোখের দিকে তাকিয়ে মাথা উঁচু করে কথা বলতে পারতে,
গল্প টা বোধহয় অন্যরকম হতে পারতো, এটা তোমার উদ্ধতপণা নয়, তোমার সম্মানবোধ, তোমার স্বাধীনতা।।
যেভাবে ভাঙ্গতে পারতে পরাধীনতা।।


এবার আসি নাক ফোঁড়ানো, হাতের বালায় আর মেকাপে, সে পরা না পরা, করা না করা একান্তই তোমার নিজের ইচ্ছা।


কেন তোমাকে নাক ফুঁড়িয়ে , বালা পরে বইতে হবে তোমার অর্ধাঙ্গের চিহ্ন?
সে কি বয়েছে কখনো তোমার চিহ্ন?
কেন তোমাকেই মেকাপ করতে হবে,
তোমার সেই পতি দেবতার মনোরঞ্জনের জন্য?
সে কি করে মেকাপ তোমার মনোরঞ্জনের জন্য?
নাকি মেকাপ ই তোমার সৌন্দর্যের মাপকাঠি?


অনেক প্রশ্ন করলাম, উত্তর গুলো তুমিই জানো নারী,
যেদিন তুমি উত্তর গুলো কে বাস্তবে দেবে রুপ,
সেদিন ই হবে তোমার আত্মার মুক্তির পাড়ি।।
যেদিন তুমি নিজেকে দিবে সম্মান,
সেদিন ই তোমার অর্ধাঙ্গ আর সমাজ,
দেবে তোমায় রানীর সম মান।।


নারী তুমি স্বাধীন হও, নারী তুমি স্বাধীন হও, নারী তুমি স্বাধীন হও।।


নারী তুমি সেদিন ই হবে স্বাধীন,
নিজের মনের পরাধীনতা দূর করবে যেদিন।।
জ্ঞান, বিজ্ঞান আর সাহসে হবে যেদিন অমলিন।।