খুব ভালবেসেছিলাম তোমায়,তোমার জন্যে পৃথিবীর অনেক বিলাস ছাড়তেও রাজি ছিলাম,
কি লাভ হলো? দুঃখ পেলাম,
নয়নের সহস্র অশ্রু ঝরালাম, কিছু স্মৃতি নিয়ে কাঁদলাম,
দিন শেষে ঘুরে দাড়ালাম।।

কিন্তু
আজ যখন নেই তুমি পাশে, বিলাস ছাড়বোনা এক বিন্দু , দাড়ি পাল্লার মানদন্ডে মাপবো সব সিন্ধু সিন্ধু।।
সময় বদলে দিয়েছে আমায়
সব ভুমিকা ই ছিলো তোমায়,
একদিন এ মনে ছিল কান্নার ঝড়ো হাওয়া,
আজ সব শান্ত, শান্তির বাতাস বইয়ে যাওয়া।।
যদি কোনদিন ভুল করে ফির এই নীড়ে,
সত্যিই সেদিন খুঁজে পাবেনা আমায়, অহমিকার মান দন্ডের ভীড়ে।।।
সেদিন শুধু শুনবে, কে হে পথিক তুমি?
দেখিনি তো কখনও,
তোমায় কি চিনতাম?
পড়ছেনা মনে একটুও।।
সেদিন হবে আসল শোধ,
দাড়ি পাল্লার মান দন্ডে নেবো প্রতিশোধ,
এক কড়ি কষ্টের বদলে ফিরিয়ে দিবো চার কড়ি,
দেখবো সেদিন, কেমন করে দাও কষ্টের নীল সাগর পাড়ি।।