পড়ন্ত বিকেলে টিএসসির লেকে বসা এক বিকেল বেলা,
সাথে ছিল ঝিকিমিকি রোদের খেলা।
লেকের জলের স্রোত, বাতাসের মৃদুমন্দ হাওয়া,
গাছ গুলোর মৃদু মন্দ দোলা।


কি অপূর্ব হাসছিলে তুমি,
তোমার মুখটা চেয়ে চেয়ে দেখছিলেম আমি।।
রোদের সোনা আলো আর নীল আকাশের নীলিমা
আমার অন্তর এর রঙে বাতাস বইয়ে যাচ্ছিলো দখিনা।।


ইচ্ছে ছিলো,
নীল শাড়ি পড়ে নীল আকাশ আর কাশফুল দেখবো তোমায় নিয়ে,
এক থোকা বেলী ফুলের মালাও পরবো খোপায়,
কিন্তু সে কথা মনে করাবোনা আমি,
নিজে থেকে মনে করে কেশে জড়িয়ে দেবে তুমি।।


কোন এক কাল বৈশাখী হাওয়ায় মেঘের গর্জন শোনা
ছাই রঙের আকাশ দেখা,
কোন এক বৈশাখী বিকেলে
লাল পেড়ে সাদা শাড়ি তে ঘোরা,
মাথায় বেলী ফুল আর সাথে তোমার হাতটি ধরা।।।


কোন এক ফাল্গুনে হব আমরা বসন্তের রঙে রঙিন,
বাসন্তীর সাজ নিয়ে সাজবো আমরা সেদিন।।
যাবো একুশের বই মেলায়,
ভরা এক দুপুর বেলায়,
স্টল এর পর স্টল হাটবো দুজনায়,
তবু সে পথ নয় ফুরাবার।।


অনেক হলো দেখা রুপকথার স্বপ্ন,
এ যে আমার স্বপ্নের রাজ্য,
এখানে আমি যে নই কারো অধিনস্ত।।


আমি যে আজীবন ই থাকতে চাই এই রুপকথায়,
শত বাস্তবতায় ও যেনো এ রুপকথা না হারায়।।


আরও কিছু ইচ্ছে ছিল,
সব ইচ্ছে পূরণ নাই হলো,
কিবা আসে তাতে,
আমিতো কবি
কাব্যের রাজ্যে বলতেই পারি নির্দ্বিধাতে।