আছিস কেমন,
এ কথা আজ কেউ আর আমায় বলেনা
বন্ধু স্বজন কেউ কিছু আর মানেনা
অনেকেই আজ অনেক কিছুই জানেনা
তাইত তাদের হৃদয় হয়েছে হায়েনা।


পচন ধরেছে, জাতির চারন ভূমিতে
বন্ধুরা আজ বন্ধুর হাত, ধরছে সজোরে চূমিতে
দেশটি আজ হয়ে গেছে অর্থ আর ক্ষমতার বধ্যভূমিতে
পরিণত হয়েছি আমরা স্বার্থ লোভীতে।।


যদিও তুই, আছিস কেমন আজ আর তেমন জানিনা
অন্তরে বাজে সুখ ও দুখের গারিমা
আগের মত সুখের, গানত গাইতে পারিনা
আছিস কেমন,
একথা আজ কেউ আর আমায় বলেনা।