সীমান্তে আবারো দাঁড়িয়ে মূর্তিমান লাশ,
উড়ন্ত আত্নার মিছিলে যুক্ত হয় আরেকটি দীর্ঘশ্বাস;
নিথর দেহে মিলেনা জীবনের আশ্বাস,
দিগন্তে হারায় পৃথিবীর নিবাস,
হারিয়ে যায় পরিবারের নির্ভরতার বিকাশ,  
কোথায় হারিয়ে বন্ধুত্ব্বের বিশ্বাস?
আচমকা দুলে উঠে সারি সারি বুলেটের উচ্ছ্বাস,
বারে বারে সীমান্তে বিস্ফোরিত হয় নারকীয় পিচাশ,
নিরস্ত্রের জীবনে আসে সর্বশেষ নিঃশ্বাস,
মানবতার জগতে দুলে উঠে অশান্ত নাভিশ্বাস।।  


Again Corpse at the border


Sculpted corpse stands again at the border,
Another sigh is added to the procession of flying souls;
Assurance of life lost in a frozen body,
Earth's home lost on the horizon,
Family lost the guardian's residence,
Where is the lost faith in friendship?
Row upon row of bullets, suddenly swaying,
Hellish demons explode on the border again and again,
The last breath comes in the life of the unarmed,
In the world of humanity, turbulent sigh is shaken.