কূটনীতিতে নেমে এসেছে রাতের আঁধার,
ক্রান্তিতে আজ পরাজিত স্বাধীনতার অধিকার;
পশ্চিমা মানবাধিকার আজ ক্রান্তিতে অবরুদ্ধ,
মানবতা নাইপার নদীর গভীরে পরিপ্লুত;
মস্কোর রনভেরি আজ কিয়েভের দুয়ারে উপনীত,
ইউক্রেনের অধিবাসী মানুষ আগ্রাসনে স্তম্ভিত;
বিশ্ব নৈতিকতা কৃষ্ণ সাগরের নোনা জলে ভাসন্ত,
মেরোম্যাক্টিক ব্যাসিনের স্তরবিন্যাসে বিযুক্ত।


বিশ্ব মানবতা হও উচকিত,
স্বাধীনতাকে করো গৌরবান্বিত;
নিজ নিজ সীমান্ত আজ অরক্ষিত,
জেগে উঠে ক্রান্তিকে করো পরাজিত।।  


Aggression


Darkness has descended on the forehead of diplomacy,
Today the right to freedom is defeated by perplexity;
Western human rights are under siege today,
Deep into the Dnieper River, humanity sunken by foray;
Moscow's trumpet at the gate of Kiev for display,
The people of Ukraine are stunned by the aggression;
Global morality is floating in the salt water of the Black Sea,
Dissociated in the stratification of the meromictic basin's play.


O' The wonderful world, be humane!
Make freedom glorious in the campaign;
Your respective territories are unprotected today,
Wake up and defeat the aggression by your sway.